Saturday, January 9, 2016

এবার দেশ থেকে দুঃসংবাদ পেলেন গেইল

নারী কেলেঙ্কারির ঘটনায় চরম ঝামেলায় রয়েছেন ওয়েস্টইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ টুর্নামেন্টে নারী অ্যাংকরকে ডেটিংয়ের প্রস্তাবে দারুণ ফাঁসার পর এবার তাকে শুনতে হলো আরেকটি মহা দুঃসংবাদ। সেটি হলো এবারো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বিশ্ব ক্রিকেটের এই বিধ্বংসী খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি। গতকাল নতুন মৌসুম উপলক্ষ্যে ১৫ জনের সঙ্গেচুক্তিবদ্ধ হয় দেশটির ক্রিকেট বোর্ড। তাতে রাখা হয়নি গেইলকে। গত বছরও চুক্তিতে ছিলেন না তিনি। এছাড়াচুক্তির বাইরে রাখা হয়েছে ডোয়েন ব্রাভোকে। নেই টি-২০ অধিনায়ক ও অলরাউন্ডার ড্যানের স্যামিও। বাদ পড়া উল্লেখযোগ্যদের মধ্যে আরো আছেন,শিবনায়ন চন্দরপল, আন্দ্রে রাসেল ও সলেমান বেন। এছাড়া ক্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে আইসিসির নিষেধাজ্ঞা থাকায় বেবেচনা করা হয়নি স্পিনার সুনীল নারাইন। প্রসঙ্গত, গতমৌসুমে চুক্তিতে ছিলেন ১৪ ক্রিকেটার। এবার যোগ হয়েছেন আরো একজন।