Tuesday, January 5, 2016

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সময়সূচী......

জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য চূড়ান্ত সূচি প্রকাশ করা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূত্রে এ তথ্য জানা গেছে, আগামী ১৪ জানুয়ারি চার ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি ১৬ , তৃতীয় ম্যাচ ১৮ এবং চতুর্থ ও শেষ টি-২০ ম্যাচ ২১ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। এ সিরিজের সবগুলো ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবে। এদিকে জিম্বাবুয়ে বর্তমানে শারজায় আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলছে। আগামী ১০ জানুয়ারি সিরিজ শেষে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। গত বছরটা টাইগারদের জন্য ছিল স্বপ্নের বছর। সেরা সময় পার করেছে মাশরাফি-মুশফিকরা। তবে ওয়ানডে ক্রিকেটে ভালো করলেও টি-টোয়েন্টিতে এখনো তেমন কোনো সফলতা নেই টাইগারদের।