Saturday, January 2, 2016

জিম্বাবুয়ে সিরিজ নিয়ে নতুন জটিলতা

জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদের যে সিরিজ হওয়ার কথা রয়েছে, তা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। দুই বোর্ড অবশ্য বলছে, জটিলার কিছু নেই। কিন্তু তারপরও খবর বেরিয়েছে, টিভি সম্প্রচার নিয়ে তৈরি হয়েছে ঝামেলা। ক্যামেরা ক্রু না পাওয়ার কারণেই মূলত এই ঝামেলার সৃষ্টি।বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দুই বোর্ড যে কোনো মুহূর্তে সিরিজের আনুষ্ঠানিক সময়সূচী ঘোষণা করে দিবে।টিভি ক্রু বিষয়ক ঝামেলা নিয়ে তিনি বলেন, ‘এই সমস্যা অনেকটাই অবসান হয়ে গেছে। আশা করছি শিগগিরই সিরিজ আয়োজনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।’জিম্বাবুয়ের এই সিরিজটি মূলত পূর্ণাঙ্গ এক সিরিজের অংশবিশেষ। পূর্ণাঙ্গ সিরিজটি হওয়ার কথা ছিলো জানুয়ারিতেই। কিন্তু গত বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া হঠাৎ করে বাংলাদেশ সফর স্থগিত করলে বাংলাদেশ দ্বারস্থ হয় জিম্বাবুয়ের। তখন এসে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যায় তারা।বাকি অংশ, অর্থাৎ টেস্ট খেলতে জানুয়ারিতে আসার কথা তাদের। কিন্তু টি-টোয়েন্টি এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে টেস্ট না খেলে দুই দেশ খেলবে টি-টোয়েন্টি সিরিজই। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।