Friday, August 7, 2015

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য সাইট নেভিগেশন ও লিংক এর গঠন যেরকম হওয়া উচিত - এসইও টিউটোরিয়াল (পর্ব - ৫)

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে টাইটেল ট্যাগ ও মেটা ট্যাগ এর ব্যাবহার ও গুরুত্ব - এসইও টিউটোরিয়াল (পর্ব - ৪)

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য সাইট নেভিগেশন ও লিংক এর গঠন নিয়ে আজ আলোচনা করব।


সাইট নেভিগেশন -
সাইট নেভিগেশনবার আপনার সাইটের হোম পেইজে রাখবেন। যাতে ইউজার এবং সার্চ ইঞ্জিন সহজেই হোম পেইজ থেকে সাইটের সব পেইজে যেতে পারে। অর্থ্যাৎ এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য টেক্সট লিংক ব্যবহার করলে সার্চ ইঞ্জিন খুব ভালভাবে ক্রাউল করতে পারবে।
নেভিগেশনবারে ভুলেও ইমেইজ লিনক দিবেন না। এটা সার্চ ইঞ্জিন ক্রাউল করতে পারে না।
আর দিলেও  alt ট্যাগ ব্যাবহার করুন।

link structure


লিংক এর গঠন -
আপনার সাইটের লিংক বা সাইটের পেইজ গুলার লিংক সবসময় সহজ রাখবেন। যেন এটা এসইও ফ্রেন্ডলি হয়।
লিংক এমন দেয়া উচিৎ যাতে লিংক দেখেই বুঝা যায় যে, পেইজে কি আছে।
 লিংক এর জন্য ভাল ফন্ট ব্যাবহার করুন। যাতে ইউজার ভাল ভাবে বুঝতে পারে।

উদাহরণ-
Seo Friendly Url- www.yourdomain.com/cpanel

এটা দেখে আমারা এবং সার্চ ইঞ্জিন সহজেই বুঝতে পারি যে, এই পেইজে Control Panel আছে।

Not Seo Friendly Url-
www.yourdomain.com/ugkghlh/hljhk

এটা দেখে আমারা এবং সার্চ ইঞ্জিন বুঝতে পারি না যে, এই পেইজে কি আছে।
তাই, অবশ্যই লিংক এসইও ফ্রেন্ডলি রাখবেন।

নেভিগেশনবার ও লিংকে যদি জাভাস্ক্রিপ্ট,ফ্লাশ ব্যাবহার করেন তাহলে অনেক সার্চ ইন্জিন এই পরিস্থিতিতে হয়রান হয়ে যায় অনেক Search Engine পারেইনা crawl করতে।

আজ এখানেই ইতি। ভাল থাকবেন myitbangla এর সাথেই থাকবেন।